বিছানায় প্রস্রাবের হোমিও ও বায়োকেমিক চিকিৎসা।
বিছানায় শিশুদের মূত্র ত্যাগ একটি বিরক্তিকর বিষয়। অবশ্য অনেক বড় মানুষের মধ্যেও এ অভ্যাস দেখা যায়। স্নায়ুবিক দুর্বলতা, কৃমি বা অভ্যাসবশত শিশু কিংবা বড়রা বিছানায় প্রস্রাব করে থাকে।
নিম্নে বিছানায় মূত্র ত্যাগের হোমিও ও বায়োকেমিক চিকিৎসা উল্লেখ করা হলো। হোমিও চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
বিছানায় মূত্র ত্যাগের হোমিও চিকিৎসা:
কষ্টিকাম (Causticum): বালক বালিকা বিছানায় প্রস্রাবের অভ্যাস দূর করিতে বিশেষ করে প্রথম ঘুমেই যাহারা বিছানায় প্রস্রাব করিয়া ফেলে কষ্টিকাম তাহাদের পরম বন্ধু।
সেবন বিধি: শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই বার।
ক্রিয়োজোট (kreosotum): বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধা ঘুমের ঘোরে মনে করে সে প্রস্রাবের স্থানেই প্রস্রাব করিতেছে। ঘুম থেকে জাগিয়া দেখে বিছানায় প্রস্রাব করিয়াছে। উক্ত লক্ষণে ক্রিয়োজোট উপকারী।
সেবন বিধি: শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই বার।
সিনা(Cina): কৃমিগ্রস্থ বালক বালিকা ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে, চলিতে ফিরিতে এমনকি বসিয়া আহার করিতেও ফোটা ফোটা প্রসাব ঝরে ইহাতে সিনা অব্যর্থ।
সেবন বিধি: শক্তি 200 বা 1m সকাল বিকাল দুই বার । (অভিজ্ঞতা)।
এসিড বেঞ্জো(Acid Benz): ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে। প্রস্রাবে তীব্র গন্ধ ।
সেবন বিধি: শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা।
সিপিয়া(Sepia): প্রথম ঘুমে বিছানায় প্রস্রাব করে। প্রস্রাবে খুব দুর্গন্ধ।
সেবন বিধিঃ- শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই মাত্রা।
ভার্ব্যাসকম(verbascum): বালক বালিকা অভ্যাস বশত ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে এই অভ্যাস দূর করিতে ভার্বাসকম চমৎকার ঔষধ।
সেবন বিধিঃ শক্তি 6 বা 30 দিনে তিন বার।
ব্লুমিয়া অডো(Blumia 0d0): বিছানায় প্রস্রাব করা রোগীদেরকে অন্যান্য ঔষধ দিয়া ব্যর্থ হইলে এই ঔষধটি পরীক্ষা করিবেন।
সেবন বিধি: শক্তি Q, 3x ২-৩ ফোঁটা সামান্য জলের সহিত দিনে তিন বার।
এপোসাইনাম(Apocynum): ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করার অভ্যাস দূর করিতে ইহা উৎকৃষ্ট ঔষধ।
সেবন বিধিঃ শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই বার।
রাস টক্স(Rhus tox): ঘুমের ঘোরে অসাড়ে মূত্র ত্যাগে রাস টক্স অব্যর্থ । (জে, এম, মিত্র)
সেবন বিধি: শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই বার।
বিছানায় মূত্র ত্যাগের বাইওকেমিক চিকিৎসা:
নেট্রাম ফস(Natrum Phos): কৃমি গ্রস্থ বালক বালিকাদের ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করার প্রধান ঔষধ। রক্তশূন্য, ফেকাসে, দুর্বল রোগীদের অভ্যাস বশত বিছানায় প্রস্রাব করায় উক্ত ঔষধের সঙ্গে ক্যালকেরিয়া ফস পর্যায়ক্রমে সেবনে এই অভ্যাস দূর হয়।
সেবন বিধি: শক্তি 3x ১-৪ বড়ি এক মাত্রা (বয়স অনুপাতে) দিনে চার বার।
পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা:
ছানায় প্রস্রাব করা রোগীকে শক্ত বিছানায় শুইতে দিবে। রাতে অধিক পরিমাণে দুধ বা জল পান করা ঠিক নয়।
সূত্র: অব্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা, ডা: এম. এ হোসেন।
সতর্কীকরণ: হোমিও ঔষধ সেবনের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments