কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠ্যকাঠিন্যে যে হোমিও ঔষধগুলো অত্যন্ত কার্যকরী।
কোন রূপ শারীরিক পরিশ্রম বা ব্যয়াম না করা, রাত্রি জাগরণ, অনিয়মিত আহার, মাদক দ্রব্য সেবন, মল-মূত্রের বেগ চাপিয়া রাখা, সময় মত মল ত্যাগ না করা, শোক, দু:খ বা ভয় পাওয়া, পর্যাপ্ত তরল খাবার ও শাক-সবজি না খাওয়া, পেটে কোন রূপ আঘাত লাগা প্রভৃতি কারণে কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠ্যকাঠিন্য জন্মাইতে পারে।
কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠ্যকাঠিন্যের হোমিও চিকিৎসা:
এলুমিনা(Alumina): ভীষণ কোষ্ঠ বদ্ধ, দুই তিন দিনে পায়খানার ইচ্ছা হয় না শুকনো বা নরম মল জোরে কোথ না নিলে নির্গত হতে চায় না। কৃত্রিম দুগ্ধে পালিত শিশুদের কোষ্ঠবদ্ধতায় ইহ, উত্তম কার্যকরী।
সেবন বিধি: শক্তি 6, 30 দিনে তিন বার বা ২০০ শক্তি প্রত্যহ দুই মাত্রা। পুরাতন কোষ্ঠবদ্ধতায় 1m বা 10m সকাল বিকাল দুই মাত্রা।
ব্রাইওনিয়া(Bryonia Alb): কোষ্ঠবন্ধে দুই এক দিন পর পর শুকনা মল অতি কষ্টে লম্বা হইয়া নির্গত হয়। কোষ্ঠবদ্ধতার জন্য প্রায়ই মাথা ধরা থাকে।
সেবন বিধি: শক্তি 30 বা 200 প্রত্যহ সকাল বিকাল দুই মাত্রা।
ম্যাগনেশিয়া মিউর(Magnesia Mur): শকনো মল গাট গাট হইয়া ভাঙ্গিয়া বাহির হয়। মাঝে মাঝে মলের পায়ে আম জড়িত দেখা যায়। শিশুদের কোষ্ঠবদ্ধতায় উত্তম কার্যকরী ঔষধ।
সেবন বিধি: শক্তি ৬ বা ৩০ দিনে তিন বার। পুরাতন রোগীর জন্য ২০০ বা 1m সকাল বিকাল দুই মাস।
প্লাটিনা(Platina): ভীষণ কোষ্ঠবন্ধ শুকনো মল অতি কষ্টে নির্গত হয়। মাঝে মাঝে কাদার মত নরম মল গুহ্য দ্বারে লাগিয়া থাকে। গর্ভিনীদের কোষ্ঠবদ্ধতায় এই ঔষধ উত্তম কাজ করে।
সেবন বিধি: শক্তি 30 বা ২০০ প্রত্যহ দুই মাত্রা। পুরাতন রোগীর জন্য আরও উচ্চ শক্তি।
হাইড্রাসটীস ক্যান(Hydrastis Can): জীর্ণ শীর্ণ দুর্বল রোগীদের কোষ্ঠ্যবদ্ধতায় দুই তিন দিনেও একবার পায়খানার বেগ হয় না। নতুন বা পুরাতন কোষ্ঠবদ্ধ জোলাপের অভ্যাস বশতঃ কোষ্ঠবদ্ধ। গর্ভাবস্থায় বা প্রসবের পর কোষ্ঠ্যবদ্ধতায় উপকারী।
সেবন বিধিঃ শক্তি Q ২-৩ ফোঁটা সামান্য ঠান্ডা জলসহ প্রত্যহ সকালে একবার সেবন করিরে কোষ্ঠ্যবদ্ধতা দূর হয়। স্তন্যপায়ী শিশুদের কোষ্ঠবদ্ধতায় 200 বা 1m শক্তি সকাল বিকাল দুই মাত্রা সেবনেই উপকার হয়। শক্তিকৃত ঔষধে উপকার না হইলে হাইড্রাসটীস Q এক ফেঅঁটা সামান্য জলসহ সকাল বিকাল দিনে দুই বার।
প্লাম্বাব মেট(Plumbub Met): কোষ্ঠবদ্ধতায় শক্ত মল। ছোট ছোট গোল বলের মত নির্গত হয়। মাঝে মাঝে মলদ্বার হইতে আঙ্গুল দিয়া মল বাহির করে। উক্ত প্রকারের কোষ্ঠবদ্ধতায় ইহা অমোঘ।
সেবন বিধি: শক্তি ৩০ বা ২০০ প্রত্যহ দুই মাত্রা , পুরাতন রোগীর আরও উচ্চ শক্তি।
ওপিয়াম(Opium): পেটে প্রচুর মল মিয়া থাকিয়াও পায়খানার বেগ হয় না। যদিও
২ তিন দিন পর পায়খানা হয়, কালো রঙের গুটলে মল অতি কষ্টে নির্গত হয়। সেবন বিধি: শক্তি 30 তিন ঘণ্টা অন্তর।
ল্যাক ডিফ্লো (Lalc Deflo): শুকনা শক্ত মল, খুব বেগ দিলে লম্বা হইয়া অতিকষ্টে নির্গত হয়। গর্ভিনী ও প্রসূতিদের কোষ্ঠবদ্ধতায় ইহা উৎকৃষ্ট ঔষধ।
সেবন বিধি: শক্তি ৩০ বা 200 সকাল বিকাল প্রত্যহ দুই মাত্রা।
কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠ্যকাঠিন্যের বায়োকেমিক চিকিৎসা:
নেট্রাম মিউর(Natrumi Mur): অত্যাধিক লবণ প্রিয় রোগীদের কোষ্ঠবদ্ধতায়
উপকারী। শুকনা মল খুব জোরে বেগ না দিলে বাহির হয় না। মল নির্গত হইতে প্রায়ই মলদ্বার ফাটিয়া রক্ত পড়ে।
সেবন বিধিঃ শক্তি 12x ১-৪ বড়ি এক মাত্রা (বয়স অনুপাতে) প্রত্যহ দুই বার। হোমিওপ্যাথিক মতে ইহার 200, 1m বা আরও উচ্চ শক্তি ফলদায়ক।
--------------------------------
আরও দেখুন
বিছানায় মূত্রত্যাগের অভ্যর্থ হোমিও ও বায়োকেমিক ঔষধ
----------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments