Dear visitor, welcome to my health related personal blog. Hope, see you again- thank you.

শিশুদের কান্নাকাটির হোমিওপ্যাথি চিকিৎসা যেভাবে || Homeo for Kids Crying. - Diseases and Medicines:

Header Ads

শিশুদের কান্নাকাটির হোমিওপ্যাথি চিকিৎসা যেভাবে || Homeo for Kids Crying.

 

শিশুদের কান্নাকাটির হোমিওপ্যাথি চিকিৎসা যেভাবে  ||  Homeo for Kids Crying.

 

শিশুদের কান্নার চাইতে অধিকতর হৃদয়বিদারক কোন বিষয় আছে বলে আমার জানা নেই। এমনকি মহানবী (স:) কখনও মসজিদে শিশুদের কান্না শুনলে নামায পর্যন্ত সংক্ষিপ্ত করে ফেলতেন। কেননা তিনি মনে করতেন, এক্ষেত্রে নামায দীর্ঘ করলে কান্নারত শিশুর পিতা-মাতার মানসিক প্রশান্তি নষ্ট হবে। অসহায় এবং বাকশক্তিহীন এই শিশুরা তাদের দুঃখ-কষ্ট-অসুবিধার কথা কান্নার মাধ্যমে জানাতে চেষ্টা করে; এ সময় কান্নাই তাদের ভাষা।

 

 

সে যাক, বাহ্যত কোন কারণ ছাড়াই যদি শিশুরা কান্নাকাটি করে তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, তার পেটব্যথা হচ্ছে। ক্যালশিয়াম (দুধ) জাতীয় খাবার পেটে গ্যাস বা এসিডের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। শিশুরা যেহেতু দুধ বেশি বেশি খায় এবং দুধে যেহেতু প্রচুর ক্যালশিয়াম আছে; কাজেই ধরে নিতে পারেন শিশুদের পেটে এসিডিটি বা গ্যাসের সমস্যা থাকবেই।

 

শিশুদের কান্নাকাটির হোমিও ঔষধ:

 

হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।


শিশুদের কান্নাকাটির হোমিওপ্যাথি চিকিৎসা যেভাবে  ||  Homeo for Kids Crying.

                            Photo Credit: pexels.com





Chamomila 12: ইহা শিশুদের ক্রন্দনের একটি প্রধান ও অগ্রগণ্য ঔষধ। রাগী ও বদমেজাজী শিশু, যারা সব সময় ঘ্যাঁনর ঘ্যাঁনর করে এবং যে সব শিশুদের কোলে তুলে নিলেই কান্না থেমে যায় কিংবা দাঁত ওঠার সময়কালীন শিশু যদি কান্নাকাটি করতে থাকে তবে এসব ক্ষেত্রে প্রথমেই এই ঔষধটি ৩ ঘন্টা অন্তর ২/৩ মাত্রা প্রয়োগ করতে হয়।

 

Belladona 30: এই ঔষধটিও শিশুদের ক্রন্দনের একটি নির্ভরযোগ্য ঔষধ। শিশুর গা গরম, চোখ-মুখ লালচে ও ছটফটানি ভাব এবং মস্তকের কোন প্রকার পীড়ার কারণে শিশুরা কাঁদতে থাকলে এই ঔষধের ৩০ শক্তি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

Aconite Nap 2c ও Coffeea 2c ঔষধ দু’টিও লক্ষণ ভেদে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

আঘাত জনিত শিশুদের কান্নাকাটিতে Arnica Mont 3 প্রয়োগ করলে ভালো কাজ করে।

যদি দেখা যায় যে, কোন কিছুতেই শিশুর কান্না থামানো যাচ্ছে না সে ক্ষেত্রে-১৫ মিলি পানিতে বায়োকেমিক ঔষধ Mag Phos 3x ১৫টি বড়ি, Kali Phos 3x ১৫টি বড়ি এবং ৫ ফোটা Coffeea 2c মিশিয়ে তার থেকে ১ চামচ করে ১৫ মিনিট অন্তর অন্তর প্রয়োগ করলে অতি দ্রুত উপশম হবে।

পরে লক্ষণানুসারে উপযুক্ত ঔষধ প্রয়োগ করে রোগের মূল কারণ অঙ্কুরেই বিনাশ করা উচিৎ।

 আরও দেখুন-

বমির সমস্যায় হোমিও চিকিৎসা।

সূত্র: ইন্টারনেট।

সতর্কীকরণ: হোমিও ঔষধ সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.