Dear visitor, welcome to my health related personal blog. Hope, see you again- thank you.

মুখের ব্রণ দূর করে এই হোমিও এবং বায়োকেমিক ঔষধগুলো: - Diseases and Medicines:

Header Ads

মুখের ব্রণ দূর করে এই হোমিও এবং বায়োকেমিক ঔষধগুলো:

মুখের ব্রণ দূর করে এই হোমিও এবং বায়োকেমিক ঔষধগুলো:

 যৌবন কালে ছেলে মেয়েদের মুখমন্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র স্কোটক হয়, ইহাকে ব্রন বা বয়ঃব্রন বলে। ইহা প্রায়ই ইন্দ্রিয় দোষ বসত বা গ্রীষ্মকালে আমাদের দেশে অধিক। হইতে দেখা যায়।

 

মুখের ব্রণ সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা:

হোমিও চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়

 

ক্যালকেরিয়া পিক্রেটা(Calcarea Pic): যৌবনে ছেলে মেয়েদের মুখ মন্ডলের ব্রনে ইহা উৎকৃষ্ট ঔষধ।

সেবন বিধি: শক্তি 6 বা 30 প্রত্যহ দুই তিন বার। কেহ কেহ ইহা 3x প্রশংসা করেন।

 

ক্যালি ব্রোম(Kali Brom): যৌবনে অনেকেরই মুখে, বুকে, শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ব্রন হয়। ইহা ব্রনের উত্তম কার্যকরী ঔষধ

সেবন বিধি: শক্তি 6 বা 30 প্রত্যহ দুই তিন বার। পুরাতন রোগে আরও উচ্চ শক্তি।

 

বার্বেরিস একুই (Berberis Aqui): ছেলে মেয়েদের মুখ মন্ডলের ব্রনে ইহা উৎকৃষ্ট ঔষধ।

সেবন বিধি: শক্তি 3x, প্রত্যহ তিন মাত্রা সেবনে ও ইহার মূল অরিষ্ট এক ভাগ, নয় ভাগ ভ্যাসেলিন, অভাবে নারিকেল তৈলের সংগে মিশ্রিত করিয়া প্রত্যহ দুইবার মন্ডলে বাহ্যিক প্ৰয়োগ করিলে ব্রন দূর হয় ও চর্ম মসৃণ হয়।

 

এসিড পিক্রেটা(Acid Pic): মুখ মন্ডলের ব্রণে ইহা উপকারী। অতিশয় ইন্দ্রিয় চালনা পীড়ার কারণ হইলে ইহা সকল ঔষধের শীর্ষ স্থানীয়।

সেবন বিধি: শক্তি 6 বা 30 দিনে দুই মাত্র।

 


মুখের ব্রণ দূর করে এই হোমিও এবং বায়োকেমিক ঔষধগুলো:
বিস্তারিত জানতে উপরের ব্যানারে ক্লিক করুন

মুখের ব্রণ সমস্যার বায়োকেমিক চিকিৎসা:

 

কালকেরিয়া ফস(Calcarea Phos):  মেয়েদের মুখের ব্রনের ইহা উৎকৃষ্ট ঔষধ।

 সেবন বিধি: শক্তি 6x বা 12X ৩ বড়ি এক মাত্রা দিনে দুই বার। হোমিও মতে 200 বা 1m ব্যবহারে উপকার হয়।

 

ক্যালি মিউর(Kali Mur): যুবক যুবতীদের মুখের ব্রন থেকে সাদা ভাতের মত পদার্থ বাহির হইলে ক্যালি মিউর অব্যর্থ।

 সেবন বিধি: শক্তি 6x বা 12X ৩ বড়ি এক মাত্রা দিনে তিন বার।

 

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা:

 ব্রন চুলকানো বা আঙ্গুল দিয়া টিপ দেওয়া উচিত নয়। লঘু পথ্য পুষ্টিকর আহার করা বিধেয়। মাংস, ডিম, টক আহার অনিষ্টকর। সোহাগার খৈ চূর্ণ করিয়া অলিভ অয়েল বা নারিকেল তেলের সঙ্গে মিশ্রিত করিয়া ব্রনে বাহ্যিক প্রয়োগ করিলে উপকার হয়।

 

সূত্র: অব্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা, ডা: এম. এ হোসেন

 

সতর্কীকরণ: ঘরে প্রস্তুতকৃত যে কোন ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন। হোমিও ঔষধ সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

 

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.